স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ সুফিয়ান রুস্তম বিভিন্ন ক্লিনিক পরিদর্শন করেছেন। গতকাল বিকালে সিভিল সার্জন প্রথমে শ্যামনগর প্রেগনেন্ট ক্লিনিক পরিদর্শন করেন। এসময় ক্লিনিকে চিকিৎসক নার্স না থাকা সহ ক্লিনিকে বিভিন্ন সমস্যা থাকায় ক্লিনিকটি বন্ধ ঘোষনা করেন। অপরদিকে গতকাল সন্ধ্যায় কালিগঞ্জ ঝর্ণা ক্লিনিক পরিদর্শন করেন সিভিল সার্জন। এসময় ক্লিনিকের পরিচালকের বিরুদ্ধে নিজে অপারেশন করার অভিযোগ বিষয়টি পর্যালোচনা করেন। এবং ওটি রেজিষ্ট্রার খাতায় স্বাক্ষর করা ২ জন চিকিৎসকের বক্তব্য গ্রহণ করেন চিকিৎসক দেওয়া বক্তব্য সাথে মিল না থাকায় ঝর্ণা ক্লিনিকের মালিক নিজে অপারেশন করে মর্মে প্রমানিত হলে ক্লিনিকটি বন্ধ ঘোষনা করেন। সিভিল সার্জন ডা: সুফিয়ান রুস্তম জানান, ক্লিনিক ডায়াগনষ্টিক সেন্টারে চলমান অভিযান অব্যাহত থাকবে। সরকারী নিয়মনীতি মেনে কাজ করলে কোন সমস্যা নেই। নির্দেশনা মেনে না চল্লে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: তামিম মুকতাদির, প্রধান সহকারী এসকে আশেক নেওয়াজ।