বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় মাদ্রাসার এতিম অসহায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। গতকাল ২৮ অক্টোবর শনিবার শ্যামনগর আল খিদমাহ ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে ফাউন্ডেশনের কর্মকর্তা-সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে হাজী ওয়ায়েজ উদ্দিন কওমি মাদ্রাসা, মাহমুদপুর কারিমিয়া মাদ্রাসা, মুন্সিগঞ্জ মইনুল ইসলাম মাদ্রাসা, মানিকপুর জামিলা সিদ্দিক মাদ্রাসা, দুরমুজখালি মহিউস সুন্নাহ মহিলা মাদ্রাসা, মানিকপুর মুসা মেম্বার মাদ্রাসার প্রায় একশত এতিম অসহায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে আল খিদমাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাফেজ মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক, মোঃ আনিসুজ্জামান, ডাঃ গ ম আব্দুস সালাম, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মুফতি শহিদুল্লাহ, যুগ্ম মহাসচিব মুফতি আব্দুর রহমান, সদস্য হাফেজ তালহা, মুফতি মফিজুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।