মাছুদুর জামান সুমন \ সাতক্ষীরায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২২’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা ন্যায্যতা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসন ও জেলা ভোক্তা নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে, সভায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানে বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা হবে। খাদ্যে সামগ্রীতে কোন ধরনের ভেজাল মেশানো চেষ্টা করবেন না। হোটেল রেস্তোরায় পচা-বাসি খাদ্য রাখলে জেল জরিমানা করা হবে। সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সব সময় ভ্রম্যামান আদালত বাজার ব্যবস্থাপনা নজরদারিতে রাখবেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি নুরুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, ডাঃ জয়ন্ত সরকার, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সেনেটারী ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাঃ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শাহ আলম, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, এড. শাহনাজ পারভীন মিলি, মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অলিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চৌধুরী, মোঃ শরিফুল ইসলাম, পবিত্র মন্ডল। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর সাথে সংশ্লিষ্ট বিভাগের নেতৃবৃন্দ, ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ আশেক এলাহী। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় হতে র্যালির বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।