স্টাফ রিপোর্টার ঃ সরকারি গাছ কাটা ও রাস্তা নির্মান কাজের বাধা দেওয়ায় ১ নারীকে আটক করা হয়েছে। সে সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের কন্যা সাথী খাতুন। জানাগেছে, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলাউদ্দীন এর জমি পর্যন্ত ৬০০ ফুট রাস্তাটি প্রায় ১০০ বছর যাবত স্কুলের ছাত্র/ছাত্রীরাসহ এলাকার জনসাধারন চলাচল করে আসছে । ইতো মধ্যে অবষ্টিত ২৫০ ফুট রাস্তা সদর উপজেলা পরিষদ হইতে দরপত্রের মাধ্যমে রাস্তাটি সোলিং করার জন্য ঠিকাদার নির্বাচিত হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করতে আসলে শিয়ালডাঙ্গা গ্রামের সাথী খাতুন, নাছিমা খাতুন কাজ করতে বাধা দেয় এবং স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশদেরকে লাঞ্ছিত করে এবং রাস্তার ধারে ৯ টি মেহগনি গাছ ও ১টি খেজুর গাছ মারিয়া নিয়ে যায় যাহার মূল্যে ২,০১,০০০/=( দুই লক্ষ এক হাজার টাকা) এবং ঠিকাদারের আনা ২,০০০ ইট নষ্ট করে। এঘটনায় ইউপি সদস্য মোঃ মজনু আলী গাজী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ১টি মামলা দায়েল করে। পরে ঘটনার প্রতিকার চেয়ে এলাকার জনসাধারন সাথী খাতুন ও নাছিমাকে গ্রেফতারের দাবিতে গোদাঘাটা স্কুলের সামনে গতকাল সকালে মানব বন্ধন করে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে। পরে পুলিশ সাথী খাতুন কে আটক করে। উক্ত মানবন্ধনে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আজারুল ইসলাম,মোঃ শফিকুল ইসলাম, মোঃ মজনু আলী গাজী, কাজী আবু সুলতান তুষার,সন্তোষ কুমার মন্ডল, মোঃ আব্দুল হাই প্রমূখ ।