স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা অটোটেম্পো, মিশুক ও বেবীট্যাক্সি মালিক সংঘ রেজিঃ নং খুলনা-২৫১২ কদমতলা বাজার শাখার অফিস উদ্বোধন হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় উক্ত সংগঠনের আয়োজনে কদমতলা আহলে হাদীস জামে মসজিদের পাশে সংগঠনের সভাপতি আজিজুল হক ময়নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। তিনি অতিথিদের সাথে নিয়ে অফিস উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আছাদুজ্জামান বাবু, ভাইচ চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনউর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। আ’লীগ নেতা সমির কুমার বসু, সংগঠনের সহ-সভাপতি আব্দুল কাদের, যুগ্ম সাধারন সম্পাদক মোকছেদ আলী, কোষাধ্যক্ষ শফিকুর রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক।