এড. তপন কুমার দাস \ বিশিষ্ট কবি সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান শেখ মফিজুর রহমান বলেছেন, গরিব ও অসহায়দের দাবির প্রতি একাত্ম হওয়া এবং সোচ্চার হওয়ার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। লিগ্যাল এইডের যে ঢেউ সাতক্ষীরায় সৃষ্টি হয়েছে তা সারা জেলার পথে-প্রান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি প্যানেল আইনজীবিদের আহ্বান জানান। কোন মামলায় বিচার প্রার্থীরা যেন হয়রানির শিকার না হয় তা লক্ষ্য রাখার জন্য আইনজীবীদের নির্দেশনা প্রদান করেন। উপস্থিত প্যানেল আইনজীবীরা সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়েছেন মর্মে উলেখ করেন। মঙ্গলবার অপরাহ্ণে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, সহকারী জজ জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ মনিরুল ইসলাম, এর আগে উন্মুক্ত আলোচনা পর্বে পনের জন প্যানেল আইনজীবী অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।