ঢাকা ব্যুরো ॥ এপর্যন্ত এক হাজার ৬২৫ জন প্রবাসীকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সোমবার (৩০ অক্টোবর) জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের লিখিত জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক আরো জানান, এপর্যন্ত ৬ হাজার ৮৮ জন প্রবাসীর ভোটারের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে। তদন্ত পরবর্তী যোগ্য এক হাজার ৭৮২ জনের এনআইডি প্রক্রিয়াধীন রয়েছে। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের লিখিত জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য জানান, বর্তমানে সারা দেশে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা এক লাখ ৮৮ হাজার ৮৮৬টি। অনিবন্ধিত সমিতির কোন তথ্য নেই। একইদলের হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য জানান, সারা দেশে দুগ্ধ উৎপাদনকারী প্রাথমিক সমবায়ের সংখ্যা তিন হাজার ৭৬৮টি ও কেন্দ্রীয় সমবায় ৮৬টি। এগুলোর সদস্য সংখ্যা মোট এক লাখ ৪১ হাজার ৩২৮ জন। সরকারি দলের সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গত ২৭ বছরে (১৯৯৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত) সারা দেশে আট লাখ ৪২ হাজার ৭৬৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। আওয়ামী লীগের এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ১৫ বছরে (২০০৯-২০২৩) সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ১০ কোটি ৬১ লাখ ১৩ হাজার ৭৬৩ জন।