সাইদুর রহমান চঞ্চল আটুলিয়া থেকে ॥ শ্যামনগর উপজেলার আটুলিয়ার নওয়াবেঁকীতে বাজার ব্যবস্থা কমিটির সাধারণ সম্পাদক ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ অক্টোবর সোমবার সকাল ১০ টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ইউপি সদস্য, বাজার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু উক্ত নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিএম সালাউদ্দিন, আটুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোল্যা জামাল উদ্দিন, রবিউল ইসলাম, নুর ইসলাম সরদার, কেয়ামত আলী, শাহ আলম সানা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।