স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে গোলাপী পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ইনস্টিটিউটের আয়োজনে গতকাল সকাল ১০ টায় শহরের অদূরে বিনেরপোতায় ক্যান্সার হসপিটালে নিজস্ব ভবনে বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম। তিনি ক্যান্সার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিসিন চিকিৎসক কাজী আরিফ আহমেদ, হ্রদরোগ চিকিৎসক অভিজিৎ রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর আলীগের সভাপতি শেখ নাসিরুল হক, আলীগের নেতা খন্দকার আরিফ হাসান, আলীগের নেতা মোঃ নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, মোঃ শফিকুল ইসলাম সহ নাসিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে গোলাপী পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।