৪ নভেম্বর নিবন্ধিত দলের সঙ্গে ফের সংলাপ
জি এম শাহনেওয়াজ ঢাকা থেকে ॥ দ্বাদশ জাতীয় সংসদের ক্ষণ-গণনা শুরু হচ্ছে আজ বুধবার (১ নভেম্বর) থেকে। এর মধ্যে দিয়ে সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন (ইসি) প্রবেশ করলো নির্বাচনী কর্মযজ্ঞের মধ্যে। পরামর্শ গ্রহণ সংক্রান্ত স্টেকহোল্ডারদের সঙ্গে আনুষ্ঠানিক-অনাষ্ঠনিক সংলাপ, মত-বিনিময় ও কর্মশালা পর্ব শেষ করে এনেছে। সর্বশেষ সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। তফসিলের আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি সভা করার জন্য একটি এজেন্ডার খসড়া তৈরি হয়েছে। তবে ইসি কমিশনারদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে ৪ নভেম্বর সংলাপ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে কি ধরণের সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত এবং নির্বাচনের মাঠের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভা করছে বিভিন্ন বাহিনী প্রধানসহ সরকারের নীতি-নির্ধারণী আমলাদের সঙ্গে। এরই ধারাবাহিকতায় সোমবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান, পুলিশ প্রধান, বিজিবি প্রধান এবং সেনাবাহিনীর নীতি-নির্ধারণীদের সঙ্গে সভা করে নিশ্চিত হয়েছে তফসিল ঘোষণার জন্য রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি প্রতিকূল নয়। আজ বুধবার ১ নভেম্বর প্রধান বিচারপতির সঙ্গে ইসির সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ইসির এ-সংক্রান্ত এক চিঠিতে বলা হয়- নভেম্বরের ১২ তারিখের পর যেকোন দিন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এর পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবে সিইসি ও কমিশনাররা। আগামী ৭ তারিখের মধ্যে ইসির নিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত হতে পারে। সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ একটা ফরমালিটিজ। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। এ জন্য ইতোমধ্যে চিঠিও পাঠানো হয়েছে। ৫ নভেম্বর ইসির এ সৌজন্য সাক্ষাৎ হতে পারে। সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ১ নভেম্বর সরকারের বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি। বৈঠকে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত থাকার কথা রয়েছে। এর পরেই ৫/৬ নভেম্বর কমিশন সভা হওয়ার কথা রয়েছে। কমিশন সভা শেষে সংসদ নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ হতে পারে। এরপরে ১৩/১৪ নভেম্বর ভোটের তারিখ ঘোষণা হওয়ার কথা রয়েছে। তবে রিটার্নিং অফিসার নিয়োগের দিন নির্বাচনী তফসিল ঘোষণার তারিখও জানিয়ে দিতে পারে কমিশন। আর সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির শুরুতে। সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনের আগে তৎকালীন সিইসি কে এম নরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০১৮ সালের ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এর এক সপ্তাহ পরে ৮ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। দশম সংসদ নির্বাচনের আগে তৎকালীন সিইসির নেতৃত্বে ২০১৩ সালের ১৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হয়। তার এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর ভোটের তফসিল ঘোষণা করা হয়। সাংবিধানিকভাবে ২০২৪ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। সে ক্ষেত্রে ১ নভেম্বর শুরু হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা। বর্তমান রাজনৈতিক সহিংসতাপূর্ণ পরিস্থিতির মধ্যে বিনা-নোর্টিশে আকর্ষিক ইসিতে হাজির হন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সিইসির সঙ্গে বৈঠকে অংশগ্রহণমূলক শর্তহীন সংলাপের আহবান জানান। তবে কমিশন থেকে সিইসি তার বক্তব্যে সাংবাদিকদের জানান, প্রতিকূল পরিবেশ সত্ত্বেও তফসিল ঘোষণা থেকে বিরত থাকার সময় নেই। ইসি সূত্র বলছে, নির্বাচনের সামগ্রী কেনাকাটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। ইতিমধ্যে মাঠ পর্যায় থেকে প্রয়োজনীয় মালামালের চাহিদা নিয়েছে কমিশন। মালামাল ক্রয় প্রক্রিয়া ইসির কাছে পৌছানো মাত্রই মাঠ পর্যায়ে বিতরণ শুরু করবে। তবে সারাদেশের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বচ্ছ ব্যালট বাক্স পাঠানোর কার্যক্রম শেষ করে ফেলেছে ইসি। এদিকে, ভোটার মুদ্রুণ কার্যক্রম সম্পন্ন করার জন্য জেলা নির্বাচন কর্মকর্তাদের নিদের্শনা দেয়া হয়েছে। দরপত্র আহবানের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে দিয়ে কাজটি করানো হবে। ইতিমধ্যে নির্ভুল ভোটার তালিকার একটা প্রত্যয় পত্র জেলা ও উপজেলা-থানা কর্মকর্তাদের কাছ থেকে নিয়েছে ইসি। এদিকে, ঢাকার মহাখালীতে খাজা টাওয়ারে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ তৈরিতে যুক্ত আইসিটি ফার্ম। এতে ইসির নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ তৈরির কাজও পিছিয়ে গেছে। খুব দ্রুত এর সমাধানের কোনো আভাসও মিলছে না। ইসির একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে। বলেন, নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ তৈরির অগ্রগতি সম্পর্কে আজই (সোমবার) আমাদের জানানোর কথা ছিল। কিন্তু মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকান্ডের ফলে এ কাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। ওই ভবনে অনেকগুলো আইসিটি ফার্ম ছিল। সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহে এর আপডেট জানতে পারব। গত বৃহস্পতিবার খাজা টাওয়ারে আগুন লাগার ঘটনায় বড় ধরনের বিপর্যয় হয় ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়। মোবাইল ইন্টারনেট ও ভয়েস কলও ব্যাহত হয়। সংশি¬ষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। গ্রাহকদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। ইসি সূত্রমতে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে ফের সংলাপ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সচিব জাহাংঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ৪ নভেম্বর ৪৪টি দলের সঙ্গে কমিশন বসবে। সংবিধান অনুযায়ী সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন হতে হবে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জানুয়ারি। হিসাব অনুযায়ী, ৯০ দিনের গণনা শুরু হচ্ছে আজ ১ নভেম্বর থেকে। নির্বাচন কমিশন আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা ও জানুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। চলতি বছরের মার্চে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিএনপিকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে আধা সরকারি চিঠি দিয়েছিলেন। তবে বিএনপি ওই আমন্ত্রণে সাড়া দেয়নি বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।