কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের সাতহালিয়া ও বাগমারী গ্রামের ললিতের মোড়ে পানির প্লান উদ্বোধন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী পানির প্লান্ট উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন সহ স্থানীয় গণমানব ব্যক্তিবর্গ ও গ্রামবাসী। পানির প্লান উদ্বোধন হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ায় এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য ২২ লক্ষ টাকা ব্যায়ে এ পানির প্লান্ট করা হয়েছে।