বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ সারাদেশে ন্যায় কালিগঞ্জের বিষ্ণুপুরে যুবলীগের উদ্যোগে বিএনপি, জামাত, কর্তৃক সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বিষ্ণুপুর বাজার চত্বর যুবলীগের কার্যালয়ের সম্মুখে, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কালিগঞ্জ উপজেলা আ’ওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্ছু, বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন, বিশ্বজিৎ সরদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশিক ইকবাল পাপ্পী প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম মোড়ল, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ, অমর চক্রবর্তী, হাসেম আলী, রাশিদুল ইসলাম, মোশারফ হোসেন, আয়ুব আলী, গোতাম মন্ডল, আঃ রশিদ, আব্বাজ আলী, আব্দুল বাসার মোড়ল, জাকির হোসেন, সহ ইউনিয়ন আ’ওয়ামী যুবলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।