স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা ও চালতেতলায় আরসিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার উপ সহকারি প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, আ’লীগ নেতা মিজানুর রহমান, রাজিবুল হাসান বাবু, আজহারুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অপরদিকে, পৃথক সময়ে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকায় আরসিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, পৌরসভার উপ সহকারি প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, মোহাব্বাত হোসাইন, বাগানবাড়ি বাইতুন নুর জামে মসজিদের যুগ্ম সম্পাদক মো. কোরবান আলী, শেখ আজিম হাসান, রেজাউল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য পৌরসভার নিজস্ব অর্থায়নে ইটাগাছা নিরালা পাড়ার পান্না ঠিকাদারের প্রাচির সামনে হতে এড. গোবিন্দ চন্দ্র বলভের বাড়ি পর্যন্ত ৬২৩ ফুট রাস্তা ১০ লক্ষ টাকা ব্যায়ে নির্মান করা হয়েছে। অপরটি ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে নির্মান করা হচ্ছে।