স্টাফ রিপোর্টার: বিএনপির সমাবেশ পরবর্তী ঢাকা আইডিবি ভবনে ভাংচুর গাড়ীতে অগ্নিসংযোগ করে ক্ষয়ক্ষতি করায় সাতক্ষীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (আইডিইবি) সাতক্ষীরা জেলা আয়োজনে গতকাল বিকালে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন সংগঠনের কার্যালয়ের সামনে নবজীবনের অধ্যক্ষ মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইডিইবির সাধারন সম্পাদক প্রকৌশলী এসএমএ আবু জায়েদ বিন গফুর, প্রকৌশলী আছাদুজ্জামান, প্রকৌশলী রবিউল ইসলাম, প্রকৌশলী আব্দুল আলিম, প্রকৌশলী অনিমেষ দেবনাথ। বক্তারা বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের পর কতিপয় দুস্কৃতিকারী সন্ত্রাসীরা জোর পূর্বক ঢাকা আইডিবির ভবনে ঢুকে পড়ে গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি করে। আমরা এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি। এসময় আইডিবির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।