স্টাফ রিপোর্টার: মসজিদের উন্নয়নে আর্থিক সহায়তার ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদে পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু, শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইছাপুর গ্রামের সরদারপাড়া জামে মসজিদের সভাপতি কুতুব আলীর হাতে চেক তুলে দেন। এসময় প্যানেল চেয়ারম্যান বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমস্ত্র জননেত্রী শেখ হাসিনা দেশে সকল সেক্টরে উন্নয়নে পাশাপাশি মডেল মসজিদ নির্মান করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদদের সংরক্ষিত সদস্য এড. শাহানাজ পারভিন মিলি, জেলা পরিষদের হিসাবরক্ষক মফিজুল ইসলাম।