শ্যামনগর ব্যুরো: স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানে শ্যামনগর উপজেলার মৃত্তিকা সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টার সংস্থার প্রকল্প কার্যলয় বাদঘাটায় বক্তব্য রাখেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মৃলক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালাম তিনি বলেন যুব উন্নয়ন বলতে বোঝানো হয় দিক- নির্দেশনা শিক্ষা প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের মাধমে যুব কল্যান সাধন করা।যুব সংঘের মাধমে বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। গ্রামে নারীদের ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য দূরীকরণ, মা ও শিশু – স্বাস্থ্য পরিচর্যা এবং জনসংখ্যা বৃদ্ধির উচ্চহারের খারাব প্রভাব সম্পর্কে সচেতনতার সৃষ্টি করে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য মোল্লা ইমরান হোসেন, প্রোগ্রাম ম্যানেজার আনজুয়ারা খাতুন, ফিল্ড অর্গানাইজার কারমিন সুলতানা, স্বেচ্ছাসেবক সদস্য আছাদুজ্জামান,আবু রাইহান,তাপস সহ যুবকরা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার স্বেচ্ছাসেবক সদস্য মোঃ আসাদুজ্জামান, আসাদ। এর পূর্বে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।