স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ৬ বোতল এলএসডি মাদক ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সাইফুর রহমানের পুত্র মাদক ব্যবসায়ী মো: মাসুদ আলম (৩৮), জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম গতকাল রাত সাড়ে ৯টায় সদরের মাহমুদপুর জনৈক মো: জাহাঙ্গীর আলমের দোকানের সামনে থেকে আসামী মাসুদকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৬ বোতল এলএসডি মাদকদ্রব্য ও ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।