দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার সদর সার্কেল মীর আছাদুজ্জামান, দেবহাটা থানা ওসি বাবুল আক্তার, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, উপজেলা প্রকৌশলী সোভন সরকার সহ উপজেলা পরিষদে কর্মরত, কর্মকর্তারা, পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন। সভায় দেবহাটার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। কোন মহল যেন কোন ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে সতর্কতা থাকার বিষয়ে ও মাদক চোরাচালান শুন্যের কোঠায় থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।