কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে উপজেলা যুবলীগের আয়োজনে তারুন্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্টিত হয়েছে। ২রা নভেম্বর বৃহস্পাতিবার বিকালে বঙ্গবন্ধু ম্যুারালের পাদদেশে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ নাজমুল আহসানের সভাপতিত্বে এবং যুবলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান নাইমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ“লীগের সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এনামুল হোসেন ছোট, বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, যুগ্ন সাাধারন সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, জেলা আওয়ামী লীগের সদস্য এড. শেখ মোজাহার হোসেন কান্টু, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক তানভীর আহমেদ সুজন, যুগ্ন সম্পাদক সজল মুখার্জি যুবলীগ নেতা মোঃ জাহিদ, মোঃ আলম ঢালী, মোঃ রেজাউল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, যুবলীগের তারুণ্যের সমাবেশে জেলা উপজেলা আওয়ামী লীগ যুবলীগ অঙ্গ সংগঠনের বারটি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে উপজেলা আ“লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকল বক্তাগন বলেন শেখ হাসিনা নেতৃত্বে দেশ আজ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। বিরোধীদল ইশ্মানিত হয়ে দেশের উন্নয়ন সহ্য করতে পারছে না। তাই তারা হরতাল, অবরোধ সহ নানা অপকর্মে লিপ্ত হয়ে দেশকে পিছিয়ে ফেলতে চায়। শেখ হাসিনার নির্দেশে আমারা রাজপথে আছি থাকব।