দৃষ্টিপাত ডেস্ক ॥ রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতিনিয়ত তাদের কৌশলের পরিবর্তন ঘটাচ্ছে। দীর্ঘদিন যাবৎ চলমান ইউক্রেন যুদ্ধে কার্যত: রাশিয়া কাঙ্খিত ফলাফল অর্জন করতে না পেরে এবার ইউক্রেনের ভূ-খন্ডে বিমান হামলা পরিচালনা করছে। এদিকে ইউক্রেনের আকাশ কে সুরক্ষা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে। রুশ বাহিনী ইউক্রেনের আকাশ পথে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়ে দৃশ্যতঃ ইউক্রেন সামরিক বাহিনীকে বিভ্রান্ত করছে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সমরবিদরা। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মিডিয়া গুলোতে প্রকাশিত খবরা খবরে বলা হয়েছে পরিস্থিতি যে দিকে যাচ্ছে বা পরিস্থিতি ও বাস্তবতা কে আমলে নিয়ে ইউক্রেন যে কোন সময়ে রাশিয়ার ভূ-খন্ডে হামলা পরিচালনা করতে পারে। দীর্ঘদিন যাবৎ এমনটি শোনা যাচ্ছিলো যে ইউক্রেন রাশিয়ার ভু-খন্ডে হামলা পরিচালনা করবে কিন্তু ইউক্রেনের প্রধান মিত্র ও সাহায্যকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তির মুখে ইউক্রেন রাশিয়ার ভূ-খন্ডে হামলা করা হতে নিজেকে গুটিয়ে রেখেছে এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা ইউক্রেন রাশিয়ায় হামলা পরিচালনা করলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটনা ঘটতে পারে সে কারনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইউক্রেনকে রাশিয়ায় হামলা করা হতে বিরত থাকার আহবান জানিয়েছেন। গত কয়েকদিন যাবৎ রাশিয়ার বিমান বাহিনীর বিমান গুলো ইউক্রেনের রাজধানী কিয়েভে মুহুর মুহুর বিমান হামলার মাধ্যমে সমগ্র কিয়েভকে এক আতঙ্কীত নগরীতে পরিনত করেছে। অবশ্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ বাহিনীর বিমান হামলা প্রতিরোধের চেষ্টা করছে। আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রকাশিত খবরা খবরে জানাগেছে প্রতিটি বিমান হামলায় ইউক্রেনের মাটি ব্যাপক ভাবে কেঁপে উঠছে এবং জনসাধারনের মাঝে আতঙ্ক, উদ্বেগ ছড়িয়ে পড়ছে, এদিকে রাশিয়ান সেনা বাহিনীর কর্মকর্তাদের পদত্যাগের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উক্ত প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সেনা কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক পড়েছে। প্রেসিডেন্ট ভাদিমীর পুতিন সেনা বাহিনীর কোন কর্মকর্তার পদত্যাগ পত্র গ্রহন না করার বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। সেনা কর্মকর্তাদের পাশাপাশি সাধারন সৈনিকদের ও পদত্যাগের বিষয়টি আলোচিত হচ্ছে।