বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জনগুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা সড়ক পুনঃ নির্মাণ ও পানি নিষ্কাশনের জন্য নির্মাণাধীন ড্রেনের কাজ পরিদর্শণ করা হয়েছে। গতকাল ২ নভেম্বর সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা শহর উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিডি কর্তৃক উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা সড়কের উপজেলা পরিষদের ৩ নং গেট থেকে গোপালপুর কালভার্ট পর্যন্ত ১,১৪,৮৩,০০০/= টাকার ৮৬১ মিটার পানি নিষ্কাশনের জন্য আরসিসি ড্রেন নির্মাণ এবং উপজেলা চৌরাস্তার মোড় থেকে গোপালপুর পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ কাজ বিভিন্ন পর্যায়ের রাজনীতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা প্রকৌশলী, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ঠিকাদার, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। উন্নয়নের ছোয়া পেয়েছে প্রত্যন্ত অঞ্চলেও। এরই ধারাবাহিকতায় রাস্তা-ঘাট মসজিদ মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। বাদঘাটা-গোপালপুর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ মুক্তিযোদ্ধা সড়কের উপজেলা পরিষদ গেট থেকে গোপালপুর কালভার্ট পর্যন্ত পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করা হচ্ছে। এই ড্রেনেজ ব্যবস্থা নির্মিত হলে অত্র এলাকার জলবদ্ধতার অবসান হবে ও চলাচলের রাস্তাটি আর কাঁদা-পানিতে ডুবে থাকবে না, এলাকাবাসী জলবদ্ধতা থেকে মুক্তি পাবে। রাস্তা ও ড্রেন নির্মাণের গুণগত মান বজায় রাখা হচ্ছে কিনা সেটা এলাকাবাসী সবাই লক্ষ্য রাখবেন। আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী কেএম শহিদুল ইসলাম, সংশ্লিষ্ট ঠিকাদার মোঃ আবুল বাশার, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।