বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে এইচবিবি করণ (২য় পর্যায়) প্রকল্পের অধীন উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা এইচবিবি রাস্তার শেষ মাথা সাগরের ঘের হতে ফরিদ গাজীর ঘের পর্যন্ত ১,০০০ মিটার রাস্তা এইচবিবি করণ। দাখিলকৃত মুল্যঃ ৭৪,৯৫,৮৮০/= টাকা, নূরনগর ইউপির দুরমুজখালী ছাবিলার সরদারের বাড়ী হতে দুরমুজখালী ব্রীজ পর্যন্ত ও দুরমুজখালী যাত্রী ছাউনি হতে বিভূতি মন্ডলের বাড়ী পর্যন্ত ১,০০০ মিটার রাস্তা এইচবিবি করণ দাখিলকৃত মুল্যঃ ৭৫,১৭,৭৩০/= টাকা কাজের উন্মুক্ত লটারী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ঠিকাদার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লটারির কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাহিনুল ইসলাম।