কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে জামাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধা শশুর জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার রহিমপুর এলাকায়। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ ও হাসপাতাল সুত্রে জানাগেছে, তারালী ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত বরকতুল্যার ছেলে মোহাম্মাদ আলী সরদার (৭০) নিজের সরিষা ক্ষেত পরিচর্যার জন্য গেলে পূর্ব পরিকল্পিতভাবে জামাই নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মোকছেদ আলী কারিকরের ছেলে আজগর আলী (৪০) অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি আঘাত করে রক্তাক্ত ক্ষত করে। এসময় বৃদ্ধার বাম হাতের আঙ্গুল কেটে পড়ে যায় এবং ডান হাত, পিট মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্বক ক্ষত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে বৃদ্ধা মোহাম্মদ আলীর অবস্থা আশঙ্কাজনক বলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা এ প্রতিনিধিকে জানান। এব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।