বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর প্রাণকেন্দ্রে অবস্থিত নূরনগর পাবলিক লাইব্রেরীর কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পাবলিক লাইব্রেরীর আয়োজনে পাবলিক লাইব্রেরীর অস্থায়ী কার্যালয়ে পাবলিক লাইব্রেরীর কার্যকরীর কমিটির কর্মকর্তা-সদস্য, শিক্ষক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পাবলিক লাইব্রেরীর সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ সওকাত ওসমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুশান্ত কুমার ঘোষ, লাইব্রেরীর যুগ্ম সাধারণ সম্পাদক কবি গোবিন্দ প্রসাদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক জি এম মনিরুজ্জামান মিশুক, সাহিত্য সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক এস এম জাকির হোসেন, দপ্তর সম্পাদক ক ম সোহরাব সফরী, সদস্য সাংবাদিক পলাশ দেবনাথ, সদস্য মোঃ বাবর আলী গাজী, সদস্য ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল, মোঃ আশরাফ হোসেন, মোঃ মতিউর রহমান মোড়ল, মোঃ রহমতুল্লাহ, মোঃ বাহাদুর সরদার, বাপি দেবনাথ বিট্টু, অরূপ দেবনাথ, সুমন দেবনাথ প্রমুখ। সভায় অত্র এলাকার প্রয়াত বিশিষ্ট ব্যক্তিগণের জীবনী নিয়ে স্মরণিকা প্রকাশের বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়। এছাড়া পাবলিক লাইব্রেরীর সার্বিক উন্নয়নে উপস্থিত সকলের মতামত গ্রহণ সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।