বিশেষ প্রতিনিধি ॥ ্যামনগর উপজেলায় থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার ৬ জন, নিয়মিত মামলার ১ জন ও জিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামী সহ সর্বমোট ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর বৃহস্পতিবার রাত সহ বিভিন্ন সময়ে অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামের মৃত নওশের আলমের পুত্র মাওঃ জিএম আমিনুর রহমান (৪৮), ঈশ্বরীপুর গ্রামের মৃত মফিজুর রহমানের পুত্র এস এম হাবিবুর রহমান (৬১), গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের মৃত ফজলুল হকের পুত্র গোলাম মোস্তফা (৫৬), কাশিমাড়ী জয়নগর গ্রামের মৃত আঃ সাত্তার গাজী ওরফে পাকানীর পুত্র মোঃ শফিকুল ইসলাম খোকন (৪৮), মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত এছোম আলী গাজীর পুত্র মোঃ আঃ রশিদ (৫৫), গাবুরা পার্শ্বেমারী গ্রামের মৃত হাকিম গাজীর পুত্র মোঃ মিজানুর গাজী (৫০), ভুরুলিয়া কাটিবারহাল গ্রামের মির্জা জামাল হোসেন খোকনের পুত্র মোস্তাফিজুর রহমান (৩৫), একই ইউনিয়নের কাটিবারহল গ্রামের খোকন মির্জার পুত্র মোঃ মোজাহিদ হোসেন (২৬)কে গ্রেফতার করে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, থানা পুলিশের টিম অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার ৮ জন আসামীদেরকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।