মোঃ ইমরান হোসেনঃ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা-গোয়ালপোতা সড়কের কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকালে গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ঠাকুর দাস মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ইউপি সদস্য আব্দুল হাকিম ইউপি সদস্য লুৎফর রহমান ইউপি সদস্য সুভাষ মন্ডল সাবেক ইউপি সদস্য এস এম রেজাউল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য ওবায়দুর রহমান লাল্টু, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, নির্মাণ কাজের ঠিকাদার মো. আবু বেলাল, সাবেক ইউপি সদস্য কালিদাস সরকার, মো. আছমতুল্লাহ, প্রমুখ। অনুষ্ঠানে উন্নয়ন মুলক গান পরিবেশন করেন পূর্ণ চন্দ্র সরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র বাস্তবায়নে ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা-গোয়ালপাতা সড়ক নির্মাণ ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে এই দেড় কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, এলাকার সাধারণ মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস।