দাকোপ (খুলনা) প্রতিনিধি ॥ আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল এবং জেল হত্যা দিবস পালনে চালনা পৌরসভা ও পানখালী ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় চালনা পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। চালনা পৌরসভা আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং পানখালী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক জ্যোতি শংকর রায় ও যুবনেতা রতন মন্ডলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় মান্যবর অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক এমপি ও জেলা আ’লীগনেতা ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুলামিন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা মহিলা আ’লীগের সহসভাপতি জয়ন্তী রানী সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। বক্তৃতা করেন উপজেলা আ’লীগনেতা এ্যাডঃ অশোক কুমার রায়, কেএম কবির হোসেন, শেখ রফিকুল ইসলাম, গোলাম হোসেন শেখ, স্বপন কুমার সরকার, অধ্যাপক সুপদ রায়, বিজয় লক্ষি সাহা, কনিকা বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, আজগর হোসেন ছাব্বির, মোঃ শিপন ভূইয়া, জি এম রেজা, অমারেশ ঢালী, চালনা পৌরসভার কাউন্সিলর শেখ মেহেদী হাসান বুলবুল, আঃ গফুর সানা, আঃ সাত্তার সরদার, চয়ন সাহা, শুভংকর রায়, হাসিনা বেগম, আমোদীনি রায়, আ’লীগনেতা বায়েজিদ শেখ, সুব্রত বিশ্বাস, মোহন লাল সাহা, জি এম রোকনুজ্জামান, হান্নান সানা, দেবাশিষ ঢালী, মিজানুর রহমান টুটুল, কমলেশ গোলদার, রবীন্দ্রনাথ সরদার, বিকাশ সরদার, জাহান আলী শেখ, শিবপদ মন্ডল, হানজালা শেখ, হাবিবুর রহমান হবি, মহিতোষ রায়, অমর বিশ্বাস, নরোত্তম পোদ্দার, জয় প্রকাশ রায়, যুবনেতা রবার্ট হালদার, আরাফাত আজাদ, সৌম্য বিশ্বাস, সমীরন মন্ডল, হিমাদ্রী সরকার প্রিন্স, রিয়াদ শেখ, অনিক হাসান পারভেজ প্রমুখ। সভা শেষে জনসভা সফল করতে এক প্রচার মিছিল চালনা বাজার প্রদক্ষিন করে।