বিশেষ প্রতিনিধি ॥ ছাইয়েদে খায়রুল বাশার, হাদিয়ে রওশন জমীর, বাদশাহে দো-আলম, ইমামুল মোরছালিন, খাতেমুন নাবিয়ীন, হজরত আহমাদ মোজতবা মোহাম্মাদ মোস্তফা ছাল্লাল্লাহু ওয়ালিহি ওয়াছাল্লামের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারী গ্রামের আলহাজ্জ মোঃ অজেদ আলীর বাসভবনে গত ৩নভেম্বর শুক্রবার বাদ মাগরিব হতে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলাদ-মাহফিলে আলহাজ্জ মোঃ অজেদ আলীর সভাপতিত্বে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, মাওলানা নাজিম উদ্দীন নুরী আল কাদেরী, চট্রগ্রাম, মাওঃ আশরাফুল ইসলাম আজিজি, মাওঃ আব্দুল আজিজি আল কাদেরী প্রমূখ। অনুষ্ঠানে কোরআন তেলোয়া, দুরুদ শরীফ, হামদ, নাতে-রাসুল, মুরশিদি ও কেয়াম পরিবেশনের পর ফিলিস্তিনিসহ সকল মুসলিম উম্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।