আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগর ইউনিয়নে জলবায়ূ পরিবর্তন জনিত ঝুঁকি এবং সহনশীলতা অনুসন্ধান শীর্ষক গবেষণা কর্মসূচির অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে এ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে সাজেদা ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার প্রভাষক এস এম হারুন উর রশীদ, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দ্রুতি কৃষ্ণ সরকার, ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী, সাজেদা ফাউন্ডেশন শ্যামনগর ব্রাঞ্চ ম্যানেজার জিল্লুর রহমান, ইউপি সদস্য আইয়ুব আলী সরদার, ইউপি সদস্যা আছিয়া খাতুন, ইউপি সদস্যা খদেজা খাতুন, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তান উজ্জ্বল হোসেন, প্রমুখ।