বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিত কুমার অধিকারী। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তাদের উপস্থিতিতে সভায় অক্সিজেন সালিন্ডার ব্যবহারসহ বিভিন্ন নিয়ে আলোচনা করা হয়। সভায় অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিত অধিকারীকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়। এসময় ওসি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা প্রদান করে আলোচনা রাখেন।