বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার ইছাপুর হরি মন্দিরে ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে মাসব্যাপী কার্তিক ব্রত। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। মন্দির কমিটির সভাপতি অমিও বসাক ও সহ-সভাপতি গুরুদাস বসাকের তত্ত্বাবধানে কার্তিক ব্রত পরিচালনা করছেন, গবিন্দ মহারাজ। প্রতিদিন এলাকার হিন্দু সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা এই কার্তিক ব্রত অনুষ্ঠানে অংশগ্রহন করেন।