কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম এবং সদস্য সচিব ও প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ বাছাড় এর সার্বিক ব্যবস্থাপনায় সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে গাজী জাহাঙ্গীর কবিরকে সভাপতি মনোনীত করেন। পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন অভিভাবক সদস্য শেখ কামরুল ইসলাম, বিশ্বজিৎ দাস, মিজানুর রশিদ, মুজিবর রহমান, মহিলা অভিভাবক সদস্য লাবলি ইয়াসমিন, শিক্ষক সদস্য জিএম, রায়হানুস সিদ্দিক, শিক্ষক সদস্য কনিকা সরকার, দাতা সদস্য সাকির আহমেদ। এসময় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।