বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার রমজাননগরে জলবায়ু সহনশীল আয়বৃদ্ধিমূলক কাজে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল ৭ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় ইসলামিক রিলিফ ইউএসএ এর অর্থায়নে ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর বাস্তবায়নে রমজাননগর ইউনিয়ন পরিষদ হল রুমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগী পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে অত্র ইউনিয়নের হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ১৮০০০/= টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অর্থ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ আবু হেনা, ইউপি সদস্য মোঃ আব্দুস সালাম, ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন, ইসলামিক রিলিফের সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, শহীদ হাসান নয়ন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী রিলিফের সিনিয়র কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। উল্লেখ্য অত্র ইউনিয়নের ৫০০ টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে এই অর্থ সহয়তা প্রদান করা হবে।