বিলাল হুসাইন নগরঘাটা থেকে ঃ তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে গতকাল সকাল ১০ টায় দুর্যোগকালীন, দুর্যোগ পরবর্তী সময়ে আশ্রয়কেন্দ্রে নারীদের সামাজিক সুরক্ষা ও জরুরী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের বিষয়ে সরকারী কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্বাস্থ্য, স্থানীয় সরকার, শিক্ষক, সাংবাদিক, সমমনা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ধানদিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা , মো: আব্দুল বাছেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ও ট্যাক অফিসার ধানদিয়া নাজমুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন প্রধান নির্বাহী, সিডো, সাতক্ষীরা, শ্যামল কুমার বিশ্বাস। প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। বক্তব্য রাখেন বৈশাখী সুলতানা, ঐক্য যুব সংঘের সদস্য ঐশী সরদার, মানিকহার যুব সংঘের সদস্য শান্তা পাল। বক্তারা বলেন প্রতিনিয়ত মানব সৃষ্ট ও প্রাকৃতিক দুযোগের ফলে এলাকার মানুষ জীবন ও জীবিকায়ন কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগের সৃষ্টি হয়। সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে অন্যতম উপকূলীয় জেলা। জলবায়ু পরিবর্তন ও তার ক্ষতিকর প্রভাব এই অঞ্চলের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। বিগত দিনের সিডর, আইলা, আম্ফান, ইয়াস তার প্রত্যক্ষ উদাহরণ। সকল দুর্যোগ মানুষ ও তার জীবিকার উপর বেশি প্রভাব বিস্তার করে। মানুষের জীবন ও জানমালের ক্ষয়ক্ষতি বেশি করে। জেলায় জলবায়ু পরিবর্তন জনিত কারণে জলবদ্ধতা, লবণাক্ততা, নদীভাঙন, জলোচ্ছাস, ঘূণিঝড়সহ আরো নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। আর এই সকল সমস্যার ফলে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, অবকাঠামো, পানি. পূনঃনিষ্কাশণ ও স্বাস্থ্য খাতে বিরুপ প্রভাব পড়ছে। পক্ষান্তরে আশ্রয়কেন্দ্র গুলো নারীদের জন্য (আলাদা স্থান, স্যানিটেশন ব্যবস্থা, গর্ভাবস্থা ও দুগ্ধদানকারী মায়েদের বিশেষ ব্যবস্থা, মাসিক কালীন স্বাস্থ্যবিধি, সুরক্ষা-ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় উপকরন সরবরাহ) এবং নারী স্বেচ্ছাসেবী রাখার জন্য সংশ্লিষ্ঠদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করানো।