কালিগঞ্জ ব্যুরোাঃ আগামী ১৩ নভেম্বর ২০২৩ প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। যুবলীগের কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গতকাল বুধবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম এর সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বাবলুর রহমান বাবলু, প্রধান বক্তা ছিলেন যুবলীগের আবাহায়ক মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা যুবলীগের সম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, তানভীর হোসাইন সুজন, প্রস্তুতির সভায় জেলা ও উপজেলার যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় যুবলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার, আগামী ১৩ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুলনায় আগমন উপলক্ষে যুবলীগের পক্ষ হতে জনসভায় অংশগ্রহণ এর জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।