কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বাকী বিল্লাহ যোগদান করেছেন। তিনি গত ৭ নভেম্বর জেলা শিক্ষা অফিসে এবং ৮ নভেম্বর কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগদান করেন। ইতিপূর্বে তিনি খুলনা জেলার কয়রা উপজেলায় একই পদে কর্মরত ছিলেন। উল্লেখ্য তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাসের স্বাক্ষরিত ২৯ অক্টোবরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেন।