শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

ধালবাড়িয়ার বাঁশঝাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্মুক্ত রাখার দাবিতে গণসমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছায় বাঁশঝড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্মুক্ত রাখার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় অত্র মাঠে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ধলবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রাণকেন্দ্র এই মাঠ যাতে উন্মুক্ত রাখা যায় আমি সেই ব্যবস্থা করতে খুব দ্রুতই প্রশাসনের সাথে যোগাযোগ করব। বীর মুক্তিযোদ্ধা মুনছুরুল হকের সভাপতিত্বে এবং শেখ আমিনুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী, সাবেক ইউপি সদস্য মোঃ আশরাফ হোসেন, অত্র বিদ্যালয়ের দাতা সদস্য তপন মন্ডল, হাবিবুর রহমান বাবু, আবু হোসেন প্রমূখ। বক্তারা বলেন, এই মাঠে বছরের সব সময়েই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সভা সেমিনার উন্মুক্ত ভাবে হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com