স্টাফ রিপোর্টার ঃ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর অধীনে গঠিত কমিটি কার্যকর এবং আবেদন গ্রহন ও নিষ্পত্তি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ব্লাস্ট এর আয়োজনে গতকাল শহরের লেকভিউ মিলনায়তনে উক্ত মতবিনিময় সময় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। সমন্বয়কারী অসোক সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সমাজসেবক সহকারী পরিচালক রোকনুজ্জামান, যুব উন্নয়নের উপ পরিচালক অশোক কুমার মন্ডল, মহিলা বিষযক অফিসার ফাতেমাতুজ জোহরা, এ্যাড: দিলীপ কুমার দেব ও এ্যাড. ফাতেমা খন্দকর রিমা ব্যবস্থাপনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিডোর শ্যামল বাবু, প্রতিবন্ধী কল্যান সংস্থার সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি রেহেনা পারভীন, কর্মশালায় গণমাধ্যম প্রতিনিধি সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।