স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় জমিজমা বিরোধের জের ধরে ১ যুবককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত শহরের রসুলপুরের বাসিন্দা আনছার আলীর পুত্র মো: রায়হান কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহতের মা মোছা সুফিয়া বেগম সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, শহরের রসুলপুর গ্রামের আব্দুল জলিল, তার পুত্র মো: সিজান, মো: রুহুল আমিন, ও লালু শেখের স্ত্রী মো: হাসি খাতুন। গতকাল বেলা ১১টায় বাঁশের লাঠি, লোহার রড নিয়ে ভূক্তভোগীর বাড়িতে প্রবেশ করে গালি গালাজ করতে থাকে ছেলে রায়হান প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে জখম করে। স্বামী সহ তিনি এগিয়ে গেলে তাদের মারপিট শুরু করে। এসময় ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা হুমকি দিয়ে চলে যায়। পরে আহতকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করা হয়। এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসক ডা: মমতাজ মুজিদের কাছে জানতে চাইলে তিনি দৃষ্টিপাতকে জানান, ঐ যুবককে জখম করা হয়েছে। তবে দ্রুত সুস্থ হয়ে যাবে। এ বিষয়ে মোবাইলে প্রতিপক্ষ রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি রং নাম্বার এক প্রশ্নের জবাবে স্বীকার করে বলেন, আমাকের মারপিট করা হয়েছে। অপর প্রতিপক্ষ সিজানের ব্যবহৃত নাম্বারে বারবার ফোন দিলেও রিসিভ করেনি। এ বিষয়ে সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি জানান, এখনও অভিযোগ পায়নি অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।