দেবহাটা অফিস ॥ বিশিষ্ট্য জরিপ কারক দেবহাটার কুলিয়ার আহসান আমিন (৭০) গতকাল রাতে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। জমিজমা জরিপ করনের কারনে তিনি আহসান আমিন হিসেবে পরিচিত পান এবং মাপ জরিপে দায়িত্বশীলতা, নির্ভূলতা, যথাযথভাবে তিনি বিশেষ আস্থায় পরিনত হন। দুরদুরান্ত হতে লোকজন জমিজমা মাপজোগের জন্য মরহুম আহসান আমিনের শরানাপন্ন হতেন। গতকাল রাতে তার মৃত্যুর খবর এলাকায় পৌছলে শোকাহত পরিবারের সৃষ্টি হয়। মরহুমের পারিবারীক সূত্র জানায় রাতেই লাশ রাতেই লাশ কুলিয়াস্থ বাসভবন নিতে রওয়ানা হয়েছেন।