মীর আবু বকর ॥ সাতক্ষীরা পৌর জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর জাতীয় পার্টির আয়োজনে গতকাল বেলা ১১ টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শেখ মইনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। তিনি বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের একটি সুসংগঠিত সংগঠন। আমরা জালাও পোড়াও রাজনীতি পছন্দ করি না। সাতক্ষীরা জেলা জুড়ে জাতীয় পার্টির অবস্থান রয়েছে। দলকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি সাতক্ষীরা সকল আসনে প্রার্থী দিবে। তবে কেন্দ্র থেকে যাকে চূড়ান্ত করা হবে তিনি প্রার্থী থাকবেন। সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে জয়ী করতে কাজ করবেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ আব্দুস সালাম, সদর উপজেলা সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা সহ-সাধাঃ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, সদর উপজেলা সাধারণ সম্পাদ ক শেখ শরিফুজ্জামান বিপুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, পৌর সাংগঠনিক সম্পাদক শওকাতুল করিম পিটুল, যুব সমাজের সভাপতি আশিকুর রহমান বাবু, ছাত্র সমাজের সভাপতি কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, ফিরোজ হোসেন, কমল বিশ্বাস সহ অনেকে। এসময় সাতক্ষীরা পৌর জাতীয় পার্টির সকল ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ আবু সাদেক। উল্লেখ্য সভা শেষে শহরের কামালনগর প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমানের বাসভবনের পাশে পৌর জাতীয় পার্টির অফিস ফিতা কেটে উদ্বোধন করেন অতিথি বৃন্দ।