বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহীদুলাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দেবী রজ্ঞন মন্ডল, প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ২০২২ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয় ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।