স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত),অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত),অতিঃ পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃআমিনুর রহমান অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) মোঃআতিকুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃআমিনুর রহমান, সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম, ডিআইওঅন শেখ ইয়াছিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সকল থানার ওসি উপস্থিত ছিলেন। সভায় কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসারদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন। এবার শ্রেষ্ঠ ওসি হিসেবে সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।