নগরঘাটা প্রতিনিধি ॥ সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সাথে মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১২ টায় উত্তরণ ওয়াশ প্রকল্পের ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান কামরুজ্জামান লিপু’র সভাপতিত্বে ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প অফিস্যার, সামির কুমার পাল, প্ল্যান ইন্টারন্যাশনাল নেপালের প্রজেক্ট ম্যানেজার দূর্গা উপবেতি ও তার টিম, মনিটরিং অফিসার, কর্মট সুবেদি, প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন ও প্রজেক্ট অফিসার, সোহেল রানা। এসময় নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ সাইদুল আলম বাবলু, ইউপি সচিব আ: রাজ্জাক, ইউপি সদস্য রফিকুল ইসলাম, নবীনওয়াজ সরদার, মফিজুল ইসলাম, শেখ সরোয়ার, এস এম আব্দুল গফুর, ফারুক হোসেন, লক্ষীকান্ত সরকার, শীবপদ মন্ডলসহ মহিলা ওয়ার্ড সদস্যারা উপস্থিত ছিলেন।