ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে স্থানীয় নারীদের সাথে স্বাস্থ্য ও সেনিটেশন বিষয়ে মতবিনিময় করেন দাতা সংস্থার প্রতিনিধিগন। সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টায় ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় আলোর পথে নারী উন্নয়ন সংস্থার গ্রুপে উক্ত মতবিবিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে উপস্থিত ছিলেন উত্তরণ এর মনিরুজ্জমান জমাদ্দার, সৃজনী মহিলা লোককেন্দ্রের সভানেত্রী জ্যোৎনা দত্ত, জয় সরদার প্রমুখ। সভায় উপস্থিত প্রতিনিধিরা নারী দলের বর্তমান কার্যক্রম, স্বেচ্ছাসেবীমূলক কাজ, সামাজিক কাজকর্ম ও স্বাস্থ্য-সেনিটেশনসহ প্রজনন স্বাস্থ্য ও কিশোরীদের স্বাস্থ্য এবং কর্মসংস্থান বিষয়ে খোজ খবর নেন। এছাড়া বর্ষা মৌসুমিতে এলাকার জলাবদ্ধতা বিষয়ে খোঁজখবর নেন এবং খাপ খাওয়ানোসহ উত্তোরণের উপয় সম্পর্কে জানতে চান। এখানে সরকারি সহায়তা কি আছে এবং আরও কি করা যেতে পারে সে বিষয়ে মতবিনিময় করেন। নারী নেত্রীরা বলেন, এখানকার প্রাকৃতিক ও সামাজিক সমস্যা নিরসনে এই নারী দল গঠিত হয়েছে। উত্তরণের সহযোগিতায় সৃজনী মহিলা লোককেন্দ্রের উদ্যোগে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।