দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার ঘাট স্থাপন এবং সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্যে দিয়ে গত সোমবার কালিগঞ্জ উপজেলার বাঁশদাহ রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে ৩ দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা সম্পন্ন হয়েছে। বাঁশদাহ মাতৃ সংঘের আয়োজনে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। সপ্তমী, অষ্টমী ও নবমী এই ৩ দিন জগদ্ধাত্রীর পূজা হয়ে থাকে। পূজার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউপি’র চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন বাঁশদাহ মাতৃ সংঘের সভাপতি সিতু রাণী সরকার, সহ-সভাপতি মৌসুমী সরকার, সাধারণ সম্পাদক মিনা মন্ডল ,সদস্য তৃষ্ণা সরকার পরমা সরকার, সাবিত্রী সরকার,সীমা সরকার, বাঁশদাহ রামকৃষ্ণ সেবাশ্রমের সকল সদস্য ও ইউনিয়ন আলীগের নেতৃবৃন্দ ।বুধবার সন্ধ্যা ৬ টায় পরে ধনুচি নাচ ও সিঁদুর খেলার মধ্যে দিয়ে প্রতিমা বিসর্জনের সমাপ্তি ঘটে।