কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা: প্রবীর মুখার্জীর সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহ আলমের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার ডা: মোঃ বুলবুল কবীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার নন্দী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী প্রমুখ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রবীর কুমার মুখার্জী দৈনিক দৃষ্টিপাতকে জানান পরিবার পরিকল্পনা দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মীদের উপস্থিতিতে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন সাধন, অনাকাঙ্খিত গর্ভধারন ও অনিরাপদ গর্ভপাত রোধ, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, পুষ্টি সেবা ,গর্ভবতী মায়েদের ভাতা সহ বিভিন্ন বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করা হয়। এছাড়া নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ২৫-৩০নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য রাখেন।