আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শিক্ষাগুরু আলহাজ্ব জালাল উদ্দিন (৮০) গত মঙ্গলবার দিবাগত রাত ৮ টায় বার্ধক্য জনিত নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। কর্মময় জীবনে তিনি শিক্ষকতার পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করতেন। সৎ নিষ্ঠাবান এই শিক্ষাগুরু দীর্ঘ দিন তার মহল্লা প্রতাপনগর বড় সরদার বাড়ী জামে মসজিদের ক্যাশিয়ার হিসেবে সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করেন। গতকাল বাদ জোহর প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসা মাঠে জানাজা শেষে শতশত মানুষের অশ্রুশিক্ত ভালোবাসায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন কালিমাখালি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসেন, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওঃ হায়াতুজ্জামান, চাঁদখালি ইউপি চেয়ারম্যান শাহজাদা ইলিয়াস, সরদার বাড়ী জামে মসজিদের ইমাম মোওঃ শহিদুর রহমান মুকুল। জানাজা নামাজে আলেমেদ্বীন হাফেজে কোরআন শিক্ষক ছাত্র সহ এলাকার শতশত মুসুল্লি অংশগ্রহণ করেন।