দেবহাটা অফিস ॥ সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মুলক প্রশিক্ষন বিষয়ক সেমিনার গতকাল দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ। যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান প্রমুখ।