স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় পরিবেশ বান্ধব কৃষি ব্যবসায় যুবকদের সীডফান্ড প্রদান বিষয়ে এডভোকেসি সভা ও চেক বিতরন করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশন এইড বাংলাদেশ সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় শহরের চালতেতলা সিডো অফিসে সিডো প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান তিনি যুবকদের মাঝে চেক বিতরন উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবদি মোঃ মনির হোসেন, প্রতিবন্ধী ও পুর্ণবাসন কল্যান সমিতির মহাসচিব আবুল কালাম, সাংবাদিক আজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ) প্রোগ্রাম অফিসার চন্দ শেখর, হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন বৈদ্য, ইয়ুথ পিয়ার গ্র“পের বৈশাখী সুলতানা, রিচার্ড হালদার, সাবিক হাসান আজমাইন প্রমূখ। উল্লেখ্য সাতক্ষীরা সদর ও তালা উপজেলা ১২টি যুব সংঘের সদস্যদের থেকে পরিবেশ বান্ধব কৃষি ব্যবসার প্লান আহবান করা হয়। পরে যাচায় বাছায় করে প্রতিটি সংঘ থেকে একক ও দলীয় ভাবে মো: ২৫ প্লানে সীড ফান্ড জন্য ৩লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।